Sunday, August 31, 2014

24/7 Break fast , Luch , Dinner , whatever you say , at MAOA FERI FGAT Near Munshigonj







মুন্সিগঞ্জ এর মাওয়া ফেরি ঘাঁটে গিয়ে সেখানের সবচেয়ে জনপ্রিয় টাটকা ইলিশ মাছ ভাঁজা ও ইলিশের ডিম ভাঁজা খেলাম ।
এক পিছ ইলিশ ভাঁজা(সবচেয়ে বড় সাইজেরটা) - ৮০ টাকা, ৬০ টাকারও আছে । টেস্ট বেশ ভালো তবে extraordinary না । ৭/১০
এক পিছ ইলিশের ডিম(এটাও ভাঁজা হয়) - ২০০ টাকা, ১৫০ টাকা এরও আছে একটু ছোট সাইজের । এইটা বেশ সুস্বাদু । ৮.২/১০
ডাল আর করলা ভাঁজি - খারাপ না, খুবই সিম্পল । করলা ভাঁজির দাম মনে নেই, তবে ডাল ছোট্ট এক বাঁটিতে অল্প পরিমাণে দেয়, দাম ৩০ টাকা । ৩/১০
Environment - পাশে নদী, পরিবেশটা সাধারণ খাবার দোকানের হলেও ভালো লাগে । ৭.২/১০
হাত ধোওয়ার ব্যবস্থা - বড় ড্রামে পানি রাখা থাকে, মগ দিয়ে বেসিনে নিয়ে হাত ধুতে হয় । এইটা অনেক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মতই রয়ে গেছে । ৪/১০
Overall, খাবার দাবার বেশ ভালোই লাগবে । তবে দামটা খাবারের তুলনায় অনেক বেশি হয়ে যায় । Personal Suggestion, টেস্ট না করলেই না এইভাবে টেস্ট করা, দাম না জেনে শুনে ডাল বা ভাঁজি নিতেই না থাকা ।

Collected

1 comment:

  1. CallsMaster 1 leading digital marketing agency. We are obsessed with creating new and innovative ideas to boost your business growth online.
    Visit More : https://www.callsmaster.com/what-we-offer/email-marketing-services/

    ReplyDelete

Blogger Wordpress Gadgets