Saturday, August 30, 2014

Why Cheap Food SUCKS ??



সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পোস্ট সাধারণের জন্যে নয়।
গ্রুপে একজন জানতে চেয়েছিলো, ৩০টাকায় কি খাওয়া যেতে পারে? (নরমাল কনফেকশনারী থেকে)
আমরা যারা ব্যাচেলর ছাত্রজীবন পার করেছি মেসে, হলে, হোস্টেলে, তাদের কাছে অনেক সময় ৩০ টাকায় সপ্তা পার করাও ডালভাত ব্যাপার ছিলো। লিস্টি করতে যেয়ে দেখি, আরিব্বাপ!! ৩০টাকা মানে তো রীতিমত বড়লোক। নষ্টালজিক হয়ে গেলাম।
যাহোক, পোস্টের কমেন্টের সাথে সামগ্রিক ভাবে, সব মিলিয়ে এক করতে পারা অপশন গুলো বলিঃ
অপশন ০- কাউয়া বিরিয়ানী <এখনো ৩০টাকাই আছে আশা করি>
অপশন ১- সেদ্ধ ডিম
অপশন ২- সিঙ্গাড়া, চা। ৩টাকা পিস গুলা সাধারণত স্বাদে ভালো হয়।
অপশন ৩- পাউরুটি, কলা
অপশন ৪- ভেলপুরি, পানি কিংবা পানিপুরী
অপশন ৫- দই,চিড়া (ফুটপাথে)
অপশন ৬- বট বা কাবাব রোল, (ভদ্রলোকের জন্যে নহে)
অপশন ৭- অলটাইম এর যে কোন বান, কলা, চা
অপশন ৮- ভাজাপোড়া (চপ, ডিমচপ, পিয়াজি ইত্যাদি)
অপশন ৯- আলুচাট বা ছোলাচাট, ডিমসহ ১৫/২০টাকা নিবে। ডিম ছাড়া ১০টাকা করে।
অপশন ১১- অয়েএএএএএ হট পেটিসসসসসস...... লাগবে.....??
অপশন ১২- নুডুলস ১০/১৫টাকা প্লেট।
অপশন ১৪- ঠ্যালাগাড়ির বার্গার কিং উইথ ডিম ভাজি এন্ড কি জানি একটা। গরমগরম রেডিমেড।
অপশন ১৫- খুঁজে বের করেন সেই মামাটিকে যিনি ছোলা, মুড়ি, চপ, পিয়াজি, সর্ষের তেল, কাঁচা পেয়াজ, মরিচ, শসা সহকারে মাখিয়ে বানিয়ে দেন, মাত্র ১৫টাকা বা ২০টাকায়। শুধু ছোলামুড়ি ১০টাকা।
অপশন ১৬- মাঝখানে ডিম ছেড়ে প্যানকেক / ২০টাকা
অপশন ১৭- নলীর হালিম, জংলী হালিম (অবশ্যই তুলতুলিদের জন্যে নয়)
অপশন ১৮- গরম চিতই পিঠা, সাথে গুড় বা ঝাল শুটকি ভর্তা, সরিষা ভর্তা, ইত্যাদি,
অপশন ১৯- দুচাকার গাড়িতে ঠেলে ওজন হিসেবে পরোটা বিক্রি করে, সুজির হালুয়ার সাথে, কিংবা গুড়_রুটি।
অপশন ২০- ডালপুরী বা আলুপুরী, সাথে ঝোল
অপশন ২১- ভাপা পিঠা+তেলের পিঠা (আন্দেশা পিঠা)
অপশন ২২- চিকেন স্যুপ অন ঠেলাগাড়ি, ম্যাক্সিমাম টাইম, সাথে নুডুলসও থাকে। চাইলে স্যুপলুডুস বলে উভয়ের ফিউশন টিও সাঁটাতে পারেন।
অপশন ২৩- আস্ত আনারস
অপশন ২৪- জিলাপি+বাকরখানি বা রুটি, গোলগোল্লা, ইত্যাদি

অপশন ২৫- ফর এক্সট্রিম খিদা, ফাইন্ড আ ছালা-দিয়া-ঢাকা হোটেল। এই টাইপের অনেক হোটেল আছে শহরে, যাতে রান্না ভালো ও পরিচ্ছন্ন। তবে এগুলোকে চিনতে অভিজ্ঞ চোখ ও পাকা নাক লাগবে। ১৫টাকার ডিম রান্না বা ১০টাকার সব্জি, ক্ষেত্র বিশেষে মাছ ২০টাকা, ভাত ১০টাকা। ডাল ফ্রী বা ২টাকা।
ঘাবড়াবার কিছু নেই, এই শহরে যে শরীর এখনো বেঁচে আছে, সেই শরীর এর সবই হজম করতে পারবে। আর এদের কোনটাই কিন্তু কিছু কম "অমৃত" নয়। আপনি মিস করলেন, তো আপনি মিস করলেন
আর বিশেষ ধন্যবাদ Illham Nauman কে, ছেলেটার পোস্টে কমেন্ট করতে যেয়ে এই তালিকার অবতারণা।

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets